ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আগামী ৬০ দিন দ.আফ্রিকায় সকল খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আগামী ৬০ দিন দ.আফ্রিকায় সকল খেলা বন্ধ ছবি:সংগৃহীত

করোনা ভাইরাস আতঙ্কে পেশাদার ও অপেশাদার সকল ক্রিকেট আগামী ৬০ দিনের জন্য বন্ধ ঘোষণা করল ক্রিকেট সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত রোববার নিজ দেশকে দুর্যোগের সময় আখ্যা দেওয়ার পরেই এই ঘোষণা আসে।

রামাফোস ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এছাড়া এক জায়গায় ১০০ জনের বেশি জমায়েত হওয়ারও নির্দেশনা দিয়েছেন।

এর ফলে দেশটিতে শুধু ক্রিকেটই নয় প্রিমিয়ার সকার লিগ, সুপার রাগবি ও দুটি ম্যারাথনও স্থগিত হলো।

এমন নিষেধাজ্ঞার ফলে এই সপ্তাহে হতে যাওয়া দেশের দুটি ফ্র্যাঞ্চাইজি ওয়ানডে কাপের সেমিফাইনাল ও ফাইনাল আপাতত আর মাঠে গড়ালো না। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ দুই রাউন্ডও বাদ পড়ল।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।