ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে মুমিনুল এই কথা জানান। মুমিনুল বলেন ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ পিছিয়ে যাওয়ায় আমি হতাশ নই।
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৯ অক্টোবর। সেই অনুযায়ী যদি নির্দিষ্ট এ তারিখের পরে সিরিজের নতুন সূচি তৈরি করা হয় তবে সাকিবকে দলে পেতে কোনো বাধা থাকবে না বাংলাদেশের।
টেস্ট অধিনায়ক বলেন, ‘সাকিব ভাইয়ের উপস্থিতি স্বাভাবিকভাবেই আমাদের স্কোয়াডকে উৎসাহিত করবে। কারণ তাকে ছাড়া আমার দলে আরেকজন বাঁ-হাতি স্পিনার প্রয়োজন। তাই এটি একদিক থেকে ভালো এবং সেই দিক থেকে আমি খুব চিন্তিত নই। টেস্ট সিরিজটি যদি আগামী বছর এপ্রিলে হয় তবে সাকিব ভাই অজিদের বিপক্ষে খেলতে প্রস্তুত থাকবেন। অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে আমি সবসময়ই আমার দলের সেরা খেলোয়াড়কে দলে দেখতে চাইব। ’
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
আরএআর/ইউবি