সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে রমিজ রাজার সঙ্গে তাদের সময়ের ভারত ও পাকিস্তানের ব্যাটম্যানদের পার্থক্য নিয়ে আলোচনার সময় ইনজামাম এ কথা বলেন।
ইনজামাম বলেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলতাম, কাগজে-কলমে তাদের (ভারত) ব্যাটিং লাইন-আপ আমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল।
১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে ওয়ানডে অভিষেক হয় ইনজামামের। ৫০ বছর বয়সী ইনজি মনে করেন, তারা যখন পারফর্ম করতে পারতো না তখন ইমরান খান যেভাবে তাদের সমর্থন দিতেন এই গুণটাই তাকে একজন সম্মানিত নেতা বানিয়েছে।
ইনজামাম বলেন, ‘ইমরান (ভাই) কৌশলী অধিনায়ক ছিলেন না, কিন্তু সে জানতো কীভাবে ক্রিকেটারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে নিয়ে আসতে হয়। তরুণ ক্রিকেটারদের বেশ ভালোভাবে উৎসাহ দিতেন এবং তাদের মাঝে আত্মবিশ্বাসটা তৈরি করে দিতেন যেটা তাকে সেরা অধিনায়ক বানিয়েছে। ’
৫০ বছর বয়সী এই সাবেক অধিনায়ক আরো বলেন, ‘তিনি (ইমরান) কখনো একজন ক্রিকেটারকে একটি সিরিজ খারাপ করলে তাকে দল থেকে বাদ দিতেন না। তিনি বিশ্বাস করতেন, একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য সুযোগ দেওয়া উচিত। যে কারণে দলের সবাই তাকে খুব সম্মান করতো। ’
ইনজামাম নিজেও ইমরান খানের সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছিলেন। ১৯৯২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭ বলে ৬০ রানের একটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
আরএআর/ইউবি