বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাতে সাকিব আল হাসান নিজের ফেসবুক ভেরিফাইড পেজে করোনা মুক্ত বিশ্বের কামনা করেন।
ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেন, সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারির।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে গত বিশ্বকাপে খেলার নিজের প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব-আল-হাসান। ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে ব্যাটটি। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নিলামে এতো দামে ব্যাট বিক্রি হলো।
এ ব্যাট বিক্রির পুরো টাকা সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করা হবে। নিলামের শেষ দিকে লাইভে সাকিব বলেন, 'বলতে পারেন, আমার সবচেয়ে প্রিয় ব্যাট এটি। যেহেতু আমার খুব কাছের এটি, তাই সহজে ছাড়তেও মন চায় না। তারপরও আমার কাছে মনে হলো, ভালো কাজের জন্য যদি এটা কাজে লাগে, তাহলে অবশ্যই ভালো হবে। ব্যাট প্রিয় হলেও মানুষের জীবনের চেয়ে মূল্যবান তো আর কিছু নয়। '
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এমআইএস/এমএমএস