যার ফলে বেশিরভাগ তারকা সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। কেউ ফেসবুকে, কেউ টুইটারে কিংবা কেউ ইন্সটাগ্রামে একের পর এক ছবি-স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি অংশ নিচ্ছে লাইভ আলাপাচারিতাতেও।
তেমনই ইন্সটাগ্রামে এক লাইভ আলাপচারিতায় অংশ নিয়েছিলেন এবিডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। শুক্রবার (২৪ এপ্রিল) সে আড্ডায় বিরাট তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সতীর্থ ও সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে জানান, সমর্থকদের যেরকম ভালোবাসা এবং বিশ্বস্ততা পেয়েছেন তার জন্য তিনি কখনও আরসিবি ছেড়ে যাবেন না।
৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানকে কোহলি বলেন, ‘এটা এক অসাধারণ ভ্রমণ। সবসময় মনে হয়, একসঙ্গে আইপিএল জেতা স্বপ্ন হতে যাচ্ছে। তেমন কোনো দৃশ্য দেখিনা যেখানে আমি একেবারে দল ছেড়ে চলে যাচ্ছি। ’
ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘এই মৌসুম না হওয়ায় তুমি আবেগ্রাক্রান্ত হতে পারো। তবে এখনও আমি আইপিএল খেলছি। আমি কখনও এই দল ছাড়বো না। সমর্থকদের যেরকম ভালোবাসা-বিশ্বস্ততা পেয়েছি তা বিষ্ময়কর। ’
কোহলির কথারই প্রতিধ্বনি ছিল ডি ভিলিয়ার্সের কণ্ঠে, ‘আমার জন্যও একই। আমিও কখনও আরসিবি ছাড়তে চাই না। কিন্তু তার জন্য আমাকে রান করতে হবে। ’
এরপরই একটু ঠাট্টাচ্ছলে প্রোটিয়া ব্যাটসম্যান বলেন, ‘তোমরা তো জানো, আমি অধিনায়ক নই। ’
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
ইউবি