ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কখনও আরসিবি ছাড়তে চান না কোহলি-ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
কখনও আরসিবি ছাড়তে চান না কোহলি-ডি ভিলিয়ার্স ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি: ছবি-সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত আছে সব ধরনের ক্রিকেট আসর। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি পিছিয়ে যাওয়ায় অনির্দিষ্ট সময়র অবসর কাটছে ক্রিকেট তারকাদের। 

যার ফলে বেশিরভাগ তারকা সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। কেউ ফেসবুকে, কেউ টুইটারে কিংবা কেউ ইন্সটাগ্রামে একের পর এক ছবি-স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি অংশ নিচ্ছে লাইভ আলাপাচারিতাতেও।

 

তেমনই ইন্সটাগ্রামে এক লাইভ আলাপচারিতায় অংশ নিয়েছিলেন এবিডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। শুক্রবার (২৪ এপ্রিল) সে আড্ডায় বিরাট তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সতীর্থ ও সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে জানান, সমর্থকদের যেরকম ভালোবাসা এবং বিশ্বস্ততা পেয়েছেন তার জন্য তিনি কখনও আরসিবি ছেড়ে যাবেন না।  

৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানকে কোহলি বলেন, ‘এটা এক অসাধারণ ভ্রমণ। সবসময় মনে হয়, একসঙ্গে আইপিএল জেতা স্বপ্ন হতে যাচ্ছে। তেমন কোনো দৃশ্য দেখিনা যেখানে আমি একেবারে দল ছেড়ে চলে যাচ্ছি। ’ 

ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘এই মৌসুম না হওয়ায় তুমি আবেগ্রাক্রান্ত হতে পারো। তবে এখনও আমি আইপিএল খেলছি। আমি কখনও এই দল ছাড়বো না। সমর্থকদের যেরকম ভালোবাসা-বিশ্বস্ততা পেয়েছি তা বিষ্ময়কর। ’ 

কোহলির কথারই প্রতিধ্বনি ছিল ডি ভিলিয়ার্সের কণ্ঠে, ‘আমার জন্যও একই। আমিও কখনও আরসিবি ছাড়তে চাই না। কিন্তু তার জন্য আমাকে রান করতে হবে। ’

এরপরই একটু ঠাট্টাচ্ছলে প্রোটিয়া ব্যাটসম্যান বলেন, ‘তোমরা তো জানো, আমি অধিনায়ক নই। ’ 

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।