নিজের নামের পদবীর সঙ্গে মিল রেখে সাকিব তার সদ্যোজাত ভূমিষ্ঠ কন্যার নাম রেখেছেন ইরাম হাসান। ইরাম শব্দের অর্থ ‘জান্নাত’।
নাম রাখার ব্যপারে শনিবার (০২ মে) সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে নিজের কন্যার নাম রাখার কার্ডের সঙ্গে কয়েকটি হলুদ ফুল রেখে লেখেন, ‘২৪ এপ্রিল, রোজার প্রথমদিন, শুক্রবার ফজরের সময় আমাদের আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। আল্লাহর এটি আরেকটা উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান। যার অর্থ জান্নাত। কারণ সে সত্যিকার অর্থেই বেহেশতের এক টুকরো। আলহামদুলিল্লাহ। ’
সাকিব যে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। গত ৭ এপ্রিল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডার তার বড় মেয়ে আলায়নার এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বিগ সিস্টারহুড। ’
এর আগে নিউইয়র্কে ২০১৫ সালের ০৮ নভেম্বর সাকিব-শিশির দম্পতির ঘরে জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তান আলায়নার। সেবার যুক্তরাষ্ট্রের পথে থাকতে বাবা হওয়ার খবর পান সাকিব। এবার সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।
সাকিব ও শিশির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ০২, ২০২০
ইউবি