অজিদের টেস্ট দলে ফিরতে মরিয়া ৩৩ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের পর আর দলে জায়গা পাননি খাজা।
খাজা বলেন, ‘আপনি যদি পারফর্ম করতে পারেন তাহলে বয়সটা শুধুই একটা সংখ্যা। এমন না যে, আমার বয়স ৩৭ কিংবা ৩৮ বা আমার ক্যারিয়ার এখন শেষের দিকে। আমি অহংকার করে বলছি না, আমি এখনও অস্ট্রেলিয়ার সেরা ছয়জন ব্যাটসম্যানদের একজন। ’
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন খাজা। তবে তিনি এখনও বিশ্বাস করেন, জাতীয় দলে ফেরার মতো সক্ষমতা তার রয়েছে।
খাজার স্পিন বলে খেলায় দুর্বলতা রয়েছে। বিশেষ করে উপমহাদেশে। তবে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ১৪১ রানের ইনিংস খেলে দেখিয়েছেন যে তিনিও স্পিনের বিরুদ্ধে ব্যাট চালাতে পারেন।
বাঁহাতি অজি ব্যাটসম্যান বলেন, ‘স্পিনের বিপক্ষে আমি খেলতে পারি তবে আমার চেয়ে আমাদের দেশে আরও ভালো ব্যাটসম্যান রয়েছে। স্টিভেন স্মিথের কথা বলবো আমি। অসাধারণ ব্যাটসম্যান সে। সবচেয়ে বড় কথা হলো রান করা। ’
বর্তমানে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তবে এই শীর্ষ স্থানটা ধরে রাখতে হলে যুদ্ধ করতে হবে গ্রিন ব্যাগিদের।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ০৫, ২০২০
আরএআর/ইউবি