ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ০৮ জুলাই।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) গাইডলাইন অনুযায়ী জাতীয় দলে পুনরায় যুক্ত হতে গেলে রুটকে অবশ্যই এক সপ্তাহের জন্য স্বেচ্ছা-আইসোলেশনে থাকতে হবে। তবে স্বেচ্ছা-আইসোলেশনের নিয়ম নিয়ে পুনর্বিবেচনা করছে ইসিবি। আগামী মাস থেকে স্বেচ্ছা-আইসোলেশনে থাকার নিয়মটা শিথিল হতে পারে।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে পুরো টেস্ট সিরিজটি জীবাণুমক্ত পরিবেশে খেলা হবে। যদিও বিষয়টি যুক্তরাজ্য সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আগামী ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে, যথাক্রমে ১৬ এবং ২৪ জুলাই। তবে সবগুলো ম্যাচই হবে ‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য স্টেডিয়ামে।
আগামী ০৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের। ইংল্যান্ডে পৌঁছেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবীয়দের। কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে সফরকারীরা।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ০৬, ২০২০
আরএআর/ইউবি