ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে ‘কালু’ নামে ডাকায় ক্ষোভ জানিয়েছেন স্যামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ৭, ২০২০
আইপিএলে ‘কালু’ নামে ডাকায় ক্ষোভ জানিয়েছেন স্যামি ড্যারেন সামি

আইপিএলে খেলার সময় ড্যারেন স্যামিকে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ ‘কালু’ নামে ডাকতো। শুধু তাকে নয়, শ্রীলঙ্কার থিসারা পেরেরাকেও ডাকা হতো এই নামে। কিন্তু স্যামি জানতেন না, কালু নামের অর্থ কি। এর অর্থ জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক।

এক ইনস্টাগ্রাম বার্তায় এই ক্যারিবীয় অলরাউন্ডার তার ক্ষোভের কথা জানিয়েছেন। তিনি জানতেন, কালু অর্থ হয়তো কোনো প্রশংসীয় শব্দ।

কিন্তু এই শব্দের ভেতরে যে বর্ণবাদ লুকিয়ে আছে সেটা তিনি বুঝতে পারেননি। আর তা জানা মাত্রই ক্ষোভ জানিয়েছেন স্যামি।

ইনস্টাগ্রাম বার্তায় স্যামি বলেন, ‘মাত্রই আমি কালু শব্দের অর্থ জানতে পারলাম। আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলার সময় আমাকে যে নামে ডাকা হতো। আমাকে ও থিসারা পেরেরাকে ওই নামে ডাকত তারা। আমি ভেবেছিলাম, এটার মানে তেজী ঘোড়া। কিন্তু আমার আগের পোস্ট থেকে জানতে পারলাম এটির অর্থ ভিন্ন এবং আমি খুবই ক্ষুব্ধ। ’

সম্প্রতি যুক্তরাজ্যে বর্ণবাদের কারণে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করে পুলিশ। এতেই সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে এই বর্ণবাদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ০৭, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।