শনিবার (২০ জুন) করোনা পজিটিভ হওয়ার ফলাফল এসেছে তার।
দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন সংসদ সদস্য মাশরাফি।
ফলাফল পজিটিভ এলেও আপাতত জ্বর ও গা ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা নেই মাশরাফির। বর্তমানে নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।
করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।
এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। ‘নড়াইল এক্সপ্রেস’ অবশ্য তাদের সংস্পর্শে আসেননি। এমনকি দুই সপ্তাহ ধরে ঢাকার একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি। কিন্তু তাতেও করোনায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেলেন না ৩৬ বছর বয়সী পেসার।
আরও পড়ুন-
# দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন মাশরাফি
# মাশরাফির সুস্থতায় সব ধরনের সহযোগিতা করবে বিসিবি
# 'আপনি এই যুদ্ধেও জিতবেন ইনশাআল্লাহ'
# আতংক নয়, সতর্ক থাকার আহ্বান মাশরাফির
#'আপনি চ্যাম্পিয়ন, কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে'
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২০, ২০২০
ইউবি