রোববার (২৮ জুন) সংবাদমাধ্যমে রাহি বিসিবি’র উদ্যোগের প্রসংসা করেন। তিনি মনে করেন, এ্ই অ্যাপের মাধ্যমে কিছুটা হলেও চিন্তামুক্ত থাকা যাবে।
রাহি বলেন, ‘আমার মতে খুবই ভালো একটা পদক্ষেপ। কারণ দেশের করোনার যে পরিস্থিতিম, তাতে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। করোনার প্রথম দিকে ক্রিকেটাররা খুব বেশি আক্রান্ত ছিল না। ইংল্যান্ড ও অন্যান্য দেশে ফুটবলাররা বেশি আক্রান্ত ছিল। এখন কিন্তু ক্রিকেটাররা আক্রান্ত হচ্ছে। তো আমাদেরও ভয় বেড়েছে। সেই বিবেচনায় এটা আমাদের জন্য খুবই ভালো। আমাদের কিছু হলে আগেভাগেই জানাতে পারছি। ’
তিনি আরও বলেন, ‘প্রতিদিন সকাল ৮টায় অ্যাপের মাধ্যমে ৮টা প্রশ্নের যে ফর্মটা আছে ওইটা পূরণ করি, এরপর পাঠিয়ে দেই। আমার বিশ্বাস এটা আমাদের কারোরই খারাপ লাগছে না। আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের জন্য খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ। এর মাধ্যমে আমরা যেমন নিরাপদে থাকতে পারব, তেমনি আমাদের ম্যানেজমেন্টও বুঝতে পারবে আমরা কে কী অবস্থায় আছি। ’
প্রাথমিকভাবে ৪০ জন ক্রিকেটার এই অ্যাপের সুবিধা পাচ্ছেন। এরপর ধীরে ধীরে সকল ক্রিকেটার এর আওতায় চলে আসবেন। গত ২৪ জুন বিসিবি এই অ্যাপটি চালু করেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০২০
আরএআর/এমএইচএম