মাশরাফির করোনা নেগেটিভের খবরটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। খবরের সত্যতা জানতে বাংলানিউজের পক্ষ থেকে মাশরাফির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এটাকে গুজব বলে জানান।
ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।
মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।
আল্লাহ সহায়। ’
গত ২০ জুন করোনা করোনা পজিটিভ হওয়ার ফলাফল আসে মাশরাফির। এরপর থেকে নিজ বাসাতেই অবস্থান করছেন তিনি। পরে তার ভাইয়েরও করোনা পিজিটিভ আসে। এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এমএইচএম