করোনা ভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটাররা নিজ বাড়িতেই ফিটনেস নিয়ে কাজ করছেন। অনেকে স্কিল ট্রেনিংও করছেন। মুশফিকুর রহিম রাজধানীর বেরাইদের মাঠে ব্যাট হাতে নেমে পড়েছেন, তাসকিন বসিলার বালুতে ফিটনেস নিয়ে কাজ করছেন। এছাড়া সাব্বির রহমান নিজ শহর রাজশাহীতে আর সাইফউদ্দিন ফেনীর সরকারী কলেজ মাঠে নিজে পিচ বানিয়ে বোলিং অনুশীলন করছেন। পেসার রুবেল হোসেনও নিজ শহরে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন।
রোববার (১২ জুলাই) সংবাদমাধ্যমে নিজের ফিটনেস নিয়ে কাজ করার কথা জানান রুবেল। বাগেরহাটের ভৈরব নদীর পাড়ে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন এই ডানহাতি পেসার।
কিন্তু বৃষ্টির বাধার কারণে বোলিং অনুশীলনটা শুরু করতে পারেননি।
রুবেল বলেন, ‘আমার বাসা নদীর পাড়ে। আর নদীর পাড়ে প্রচুর পরিমাণে বালি। তো আমার রানিং করার পর্যাপ্ত সুযোগ আছে। কিন্তু বোলিং অনুশীলনটা করা যাচ্ছে না। আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি হয়। তবে বালুর মাঠে বোলিং ড্রিলগুলো করা হয়। ’
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
আরএআর/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।