ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সফর: প্রথম টেস্টের দল ঘোষণা করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
ইংল্যান্ড সফর: প্রথম টেস্টের দল ঘোষণা করল পাকিস্তান ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সফরের প্রথম টেস্টকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।  

৫ আগস্ট (বুধবার) থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।

তিন ম্যাচের সিরিজটি আইসিসি’র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।  

এরইমধ্যে করোনা বিরতির পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয়ও পেয়েছে ইংলিশরা। অন্যদিকে করোনাকালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার অপেক্ষায় আছে পাকিস্তান।  

আইসিসি’র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তান। ২২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। শীর্ষে আছে ভারত (৩৬০ পয়েন্ট) এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৯৬ পয়েন্ট)।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পাকিস্তান দল: আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলী, ইমাম-উল-হক, ফাওয়াদ আলম, আসাদ শফিক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ আব্বাস, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সোহেল খান এবং ইয়াসির শাহ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।