ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

মিরপুরে ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, আগস্ট ৫, ২০২০
মিরপুরে ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ ব্যাট হাতে অনুশীলন করছেন মাহমুদউল্লাহ/ছবি: শোয়েব মিথুন

ঈদের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছিল। মুশফিকুর রহিম, ইমরুল কায়েসসহ অনেক ক্রিকেটার সেই অনুশীলনে অংশ নিয়েছিলেন।

এবার অনুশীলন শুরু করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (৫ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়েন মাহমুদউল্লাহ। যদিও এদিন কোনো অনুশীলনের সূচি ছিল না। তবুও অনুশীলনে নেমে পড়েন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে ব্যাট হাতে মিরপুরের মূল মাঠে নকিং করেছেন তিনি।

আগামী ৮ আগস্ট থেকে আবারও শুরু হবে অনুশীলন। ধীরে ধীরে দলগত অনুশীলন ফেরাতে চায় বিসিবি। সামনে হয়তো শ্রীলঙ্কা সফরে যেতে হতে পারে টাইগারদের। তাই অনুশীলনের কথা চিন্তা করতে হচ্ছে বিসিবিকে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।