বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে শুরু হওয়া ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের মঙ্গলবার (১১ আগস্ট) ছিল চতুর্থ দিন। তবে জন্মাষ্টমীর ছুটি থাকায় এ দিন বিসিবিতে কোনো কর্মকর্তা ছিলেন না।
মাহমুদউল্লাহ রিয়াদ দিনের শুরুতে অনুশীলন করেন। সকাল ৯টায় ইনডোরে এসে আগে ব্যাটিং অনুশীলন করেন। একই সময় মূল মাঠে রানিং করেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এরপর মাহমুদউল্লাহ যখন রানিং ও জিম করতে আসেন সেই সময় মুমিনুল যান ইনডোরে ব্যাটিং করতে।
বিসিবির সূচি অনুযায়ী অনুশীলন করেছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। এদিনই প্রথম অনুশীলন করেন আফিফ। ব্যাটিং, রানিং সবই করেছেন তিনি। তবে অনুশীলন করেননি সাব্বির রহমান।
বোলারদের মধ্যে অনুশীলন করেছেন শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও মেহেদি হাসান রানা। তবে সূচির বাইরে এদিন অনুশীলন করেছেন স্পিনার তাইজুল ইসলাম। একাডেমি মাঠে বোলিং করেছেন বেশ কিছুক্ষণ।
নারী ক্রিকেটারদের মধ্যে জাহানারা আলম, শামিমা সুলতানা, শারমিন সুপ্তা ও লতা মন্ডল অনুশীলন করেছেন। লতা মন্ডল আজই প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
আরএআর/এমএমএস