ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সব ধরনের ক্রিকেট থেকে মার্শের অবসর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
সব ধরনের ক্রিকেট থেকে মার্শের অবসর লরা মার্শ

৩৩ বছর বয়সের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছন লরা মার্শ। বুধবার (১২ আগস্ট) অবসরের বিষয়টি নিশ্চিত করেন এই ইংলিশ অফ-স্পিনার।

 

ইংল্যান্ড নারী জাতীয় দলের হয়ে ৯ টেস্ট, ১০৩ ওয়ানডে এবং ৬৭টি টি-টোয়েন্টি খেলেছেন মার্শ। ক্রিকেটের তিন ফরম্যাটে নিয়েছে ২১৭ উইকেট।  

গত ডিসেম্বরে অবসরের ডাক দিতে চেয়েছিলেন মার্শ। সেবার অবশ্য তিনি অপেক্ষায় ছিলেন দ্য হান্ড্রেড’র উদ্বোধনী আসরের। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা স্থগিত হয়। যার ফলে মার্শের বিদায়ও পিছিয়ে যায়।  

ইংল্যান্ডের হয়ে ২০০৯ ও ২০১৭ সালে আইসিসি নারী বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া ২০০৯ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন মার্শ।  

আন্তর্জাতিক অঙ্গনের তার অভিষেক হয় ২০০৬ সালে। পেসার হিসেবে অভিষেক হলেও পরে স্পিনার হয়ে যান মার্শ। জাতীয় দল ছাড়াও কেন্ট ও সাসেক্সের অংশ ছিলেন তিনি এবং নারী বিগ ব্যাশ লিগে খেলেছেন সিডনি সিক্সার্সের হয়ে।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।