ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছুটির দিনেও ঐচ্ছিক অনুশীলন করলেন ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
ছুটির দিনেও ঐচ্ছিক অনুশীলন করলেন ক্রিকেটাররা অনুশীলনে তামিম। ফাইল ফটো।

আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শুরু হওয়া স্কিল ট্রেনিং ক্যাম্প ৩ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয়েছে হোটেলে তৈরি করা জৈব সুরক্ষা বলয়ও।

 

তবে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন ছিল উন্মুক্ত। রোববার (২৭ সেপ্টেম্বর) মিরপুরে তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।  

জৈব সুরক্ষা বলয় ভেঙে গেলেও কয়েকজন ক্রিকেটার হোটেল ছাড়েননি। ঐচ্ছিক অনুশীলন করেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুল, নাঈম হাসান, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও এসেছিলেন এই অনুশীলনে।

স্কিল ট্রেনিং ক্যাম্পের ৩ দিনের ছুটি শেষ হবে আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। বিসিবি আশা করছে, এই ছুটির মধ্যেই শ্রীলঙ্কা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।