ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সতীর্থ সবাইকে বিশেষ মাস্ক উপহার দিলেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, অক্টোবর ১, ২০২০
সতীর্থ সবাইকে বিশেষ মাস্ক উপহার দিলেন মুশফিক মুশফিকের দেওয়া মাস্ক পরে টাইগারদের গ্রুপ ফটো সেশন। ছবি: শোয়েব মিথুন

চারদিন বিরতির পর বৃহস্পতিবার (০১ অক্টোবর) থেকে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ট্রেনিং ক্যাম্প। এদিন সব ক্রিকেটার ও কোচিং স্টাফরা মাঠে নামেন মাস্ক পরে।

 

সবার মুখে ছিল কালো রঙের মাস্ক। মাস্কগুলো উপহার দিয়েছেন মুশফিকুর রহিম।  

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অনুশীলনে নামেন টাইগাররা। কিছুক্ষণ পর শহীদ জুয়েল স্ট্যান্ডে উপস্থিত সকল ভিডিও এবং ফটো সাংবাদিকেদের হাত নাড়িয়ে দৃষ্টি আকর্ষণ করেন মুশফিক। গ্রান্ড স্ট্যান্ডের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন তামিম, লিটন, সৌম্যসহ সকল কোচিং স্টাফরা। এরপরই সবার হাতে মাস্ক তুলে দেন মুশি। তারপর মুশফিকের দেওয়া মাস্ক পরেই গ্রুপ ছবি তোলেন সবাই।  

জানা যায়, ‘এমআর১৫’ নামের মুশফিকের ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিশেষ মাস্ক উপহার দিয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।  

শুধু সতীর্থ ক্রিকেটার ও কোচিং স্টাফদের নয়, মুশফিক মাঠকর্মীদের সবাইকেও মাস্ক উপহার দিয়েছেন।  

করোনার শুরু থেকেই মুশফিকের এই ফাউন্ডেশন ক্ষতিগ্রস্থদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ