ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই তামিম জুটির স্থায়িত্ব মাত্র ৪ রান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
দুই তামিম জুটির স্থায়িত্ব মাত্র ৪ রান দ্রুতই বিদায় নেন তামিম ইকবাল (ডানে)। ছবি: শোয়েব মিথুন

বিসিবি প্রেসিডেন্টস কাপে মঙ্গলবার (১৩ অক্টোবর) মিরপুরে লড়ছে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। এই ম্যচে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি কেমন হয়।

টস হেরে ব্যাট করতে নামে তামিমের দল। তবে তামিম-তামিম জুটি আর জমেনি। শুরুতেই বিদায় নিয়েছেন অভিজ্ঞ তামিম।

দলীয় ৪ রানেই ভেঙে গেছে দুই তামিমের জুটি। ইনিংসের দ্বিতীয় ওভারে রুবেলের করা তৃতীয় বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনার। ২ রান করেন বিদায় নিয়েছেন তামিম।

এই ম্যাচের আকর্ষণই ছিল দুই তামিমের ওপেনিং জুটি কেমন হয়। এই দুই তামিমের ব্যাটিং জুটিটার জন্যই মুখিয়ে ছিল সবাই। কিন্তু দুই তামিমের যুগলবন্দি আর দীর্ঘস্থায়ি হলো না। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে তামিম একাদশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১২ রান।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।