ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে গত ১ অক্টোবর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছিল নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে অনুশীলন শুরুর পর দলের দুই ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন।

এর আগে এশিয়া কাপ পিছিয়ে যাওয়ায় এবং দুজন ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ দেখা দেওয়ার পর অনুশীলন ক্যাম্প স্থগিত করা হয়। পরে তাদের পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।  

এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে বলেন, 'অনূর্ধ্ব-১৯ দলের তিন জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুইজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ। সবার পজিটিভ এসেছে। তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। '

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী বছর ইংল্যান্ডে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের বাকি দুই দল অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড।  

সূচি অনুযায়ী ২০২১ সালের আগস্টে অনুষ্ঠিত হবে সিরিজটি। মূলত ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই সিরিজটি আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।