পরনে গায়ে হলুদের শাড়ি। হাত, কপাল আর মাথায় ফুল জড়ানো।
ইসলাম।
শুধু মাঠে নামাই নয়, ব্যাট হাতে একের পর এক বলকে কখনো কভারে, কখনো বা লং অন দিয়ে সোজা বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন সানজিদা। সেই মুহূর্তের কিছু ছবি আইসিসি তাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক ও টুইটার পেজে শেয়ার করেছে। ছবিগুলোর নিচে কমেন্টবক্সে উচ্ছ্বসিত ক্রিকেটভক্তরা অভিনন্দন জানাচ্ছেন এই নারী ক্রিকেট তারকাকে।
ক্রিকেটের সঙ্গে সানজিদার জীবন জড়িয়ে আছে। তার জীবনসঙ্গী মীম মোসাদ্দেকও একজন ক্রিকেটার। সম্প্রতি রংপুর নগরীর গুড়াতিপাড়ায় পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয় তাদের। সেই অনুষ্ঠানের আগেই ব্যাট হাতে ফ্রেমবন্দী হন সানজিদা। ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সানজিদা স্কুলে পড়ার সময় থেকেই অ্যাথলেটিকস সহ বিভিন্ন খেলাধুলায় নিয়মিত অংশ নিতেন। ওপেনার হিসেবে ২০১২ সাল থেকে জাতীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ডানহাতি ১১.৩০ গড়ে ৫২০ রান করেছেন। আছে একটি ফিফটিও। ১৬ ওয়ানডেতে তার সংগ্রহ ১৭৪ রান।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমএইচএম
Dress ✅
— ICC (@ICC) October 21, 2020
Jewellery ✅
Cricket bat ✅
Wedding photoshoots for cricketers be like ... ?
? ?? Sanjida Islam pic.twitter.com/57NSY6vRgU