চলতি মাসে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আর এই টুর্নামেন্টের জন্য টিম স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (০৭ নভেম্বর) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী পাঁচ দলের নাম ঘোষণা করে। আগামী ১২ অনুষ্ঠিত হবে প্লেয়ায়ার্স ড্রাফট।
পাঁচ দলের নাম যথাক্রমে; গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।
টুর্নামেন্ট শুরুর বিষয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘খুব সম্ভবত ২১ বা ২২ তারিখের (নভেম্বর) দিকে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা আছে আমাদের। তো গ্রেডিংয়ের ক্ষেত্রে আপনার এ, বি , সি, ডি আছে। চারটা গ্রেড করে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে সব প্লেয়াররা থাকবে। প্লেয়ারদের পারিশ্রমিক এখনও ওইরকম হয় নাই, হয়তো ১৫ লাখ থেকে কম বেশি হবে যারা এ গ্রেডে আছে। আর যারা নিম্ন গ্রেডে আছে তারা পাঁচ কিংবা চারে। ’
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
আরএআর/এসআইএস