লাহিরু কুমারা যখন ইনিংসের ১৮তম ওভার করতে এলেন তখন ৩৫ বলে ৫৯ রানে ব্যাট করছেন থিসারা পেরেরা। এরপরই তুফান শুরু করলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার।
কুমারার করা ওভারটিতে নিলেন ৩০ রান। প্রথম দুই বলে ২ চারের পর পরের তিন বল উড়িয়ে আছড়ে ফেললেন সীমানার বাইরে। তিন ছয়ের পর আবারও ৪।
সোমবার (৩০ নভেম্বর) হাম্বানটোটায় লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা ভাইকিংয়ের বিপক্ষে এমন ঝড়ো ইনিংসই বয়ে দিলেন থিসারা। জাফনা স্টালিয়নস অধিনায়ক শেষ পযর্ন্ত অপরাজিত ছিলেন ৪৪ বলে ৯৭ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৭ ছক্কায়।
থিসারার দানবীয় ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেটে ২১৮ রান সংগ্রহ করেছে জাফনা। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভারে ৪ উইকেটে ১২০ রান করেছে ডাম্বুলা।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
ইউবি