ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাড়ি ফিরে যাচ্ছেন রোচ-ডওরিচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
বাড়ি ফিরে যাচ্ছেন রোচ-ডওরিচ রোচ ও ডওরিচ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পেসার কেমার রোচ ও উইকেটরক্ষক শেন ডওরিচকে পাচ্ছে না সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেল।

 

এই দুই তারকা ফিরে যাচ্ছেন নিজ দেশে। রোচের বাবা মারা গেছেন। যার কারণে ঘরে ফিরতে হচ্ছে তাকে। অন্যদিকে ডওরিচ ফিরে যাচ্ছেন ব্যক্তিগত কারণে। প্রথম টেস্টে হাতের ইনজুরিতে পড়েন তিনি। যার ফলে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও নামেননি।  

ডওরিচের পরিবর্তে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশুয়া দা সিলভার। রোচের পরিবর্তে বাঁ-হাতি ফাস্ট বোলার প্রিস্টন ম্যাকসুইনকে স্কোয়াডে রাখার কথা ভাবা হচ্ছে। প্রথম টেস্টে ৩০ ওভারে ১১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন রোচ।  

কিউইদের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১৩৪ রানে হেরেছে ক্যারিবিয়ানরা। হ্যামিল্টনের পর এবার সিরিজের শেষ বা দ্বিতীয় টেস্ট হবে ওয়েলিংটনের রিজার্ভ বেঞ্চে, শুক্রবার (১১ ডিসেম্বর)।  

দ্বিতীয় টেস্টের জন্য উইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), রোস্টন চেজ, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রাহকীম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গাব্রিয়েল, শিমরন হেটমায়ার, চেমার হোল্ডার, আলঝেরি জোসেফ, কিমো পল।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।