ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথমদিনে ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন অজি পেসাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
প্রথমদিনে ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন অজি পেসাররা রাহানেকে আউটের আবেদন করছেন স্টার্ক

দিনের দ্বিতীয় বলেই বোল্ড ভারতীয় ওপেনার পৃথ্বি শ। অস্ট্রেলিয়ান পেসারদের এমন দাপট চলল সারাদিন।

 

বিদেশের মাটিতে প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে নেমে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের সামনে বড় পরীক্ষা দিতে হয়েছে সফরকারী ব্যাটসম্যানদের। শেষ পযর্ন্ত অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে টিম ইন্ডিয়া অ্যাডিলেড টেস্টের প্রথমদিন শেষ করেছে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রানে।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ওভালে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগে স্টার্কের বলে বোল্ড পৃথ্বি (০)। আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে (১৭) বোল্ড করেন কামিন্স।  

ভারতের স্কোরবোর্ডে তখন মাত্র ৩২ রান। সেই খাদ থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন চেতশ্বর পুজারা ও কোহলি। দু’জনে মিলে গড়েন ৬৮ রানের জুটি। কিন্তু এবার সফরকারীদের আরেক ধাক্কা দেন নাথান লায়ন। পুজারাকে (৪৩) বিদায় করেন এই অজি স্পিনার।  

পরে আজিঙ্কা রাহানাকে নিয়ে ৮৮ রানের আরেকটি জুটি গড়ার পথে অধিনায়কোচিত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন কোহলি। দলীয় ১৮৮ রানে রান আউট হওয়ার আগে ১৮০ বলে ৮ চারে ৭৪ রান করেন তিনি।  এরপর রাহানাকে (৪২) নিজের দ্বিতীয় শিকার বানান স্টার্ক। হনুমা বিহারীকে (১৬) সাজঘরে ফেরান হ্যাজলউড।  

আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (৯) ও রবিনচন্দ্র অশ্বিন (১৫)।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।