দীর্ঘ ৯ মাস পর পর বল হাতে নেমেছিলেন মাশরাফি বিন মর্তুজা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন জেমকন খুলনার জার্সি গায়ে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগার দলে তার থাকাটা অসম্ভব কিছু না।
শুক্রবার (১৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ চলাকালীন সময় সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, ‘হতে পারে (মাশরাফির জাতীয় দলে ফেরা)। এটা নির্বাচকদের ওপরে। এই মুহূর্তে বলা মুশকিল। ওকে (মাশরাফি) তো কেউ বাদ দিচ্ছে না। ’
৪ ম্যাচে ১৮.৪২ গড়ে ৭ উইকেট নিয়েছেন মাশরাফি। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংও (৫ উইকেট) করেছেন। তাই মাশরাফি যে মাঠে এখনো দাপট দেখাতে পারেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। এরপরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে তিনি থাকছেন কিনা সেটা নির্বাচকরাই ভালো জানেন।
আগামী ২০ জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দিয়ে করোনার পর আবারো আন্তর্জাতিক মঞ্চে প্রত্যার্বতন হচ্ছে টাইগারদের।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আরএআর/এমএইচএম