সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইয়ো মহেশ। ২০০৬ সাল থেকে ক্যারিয়ার শুরুর পর ৩২ বছর বয়সী এই ক্রিকেটার ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ, ৬১টি লিস্ট-এ এবং ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন।
রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের অবসরের কথা জানিয়ে তামিলনাড়ুর সাবেক এই অলরাউন্ডার টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, ‘আমার মনে হচ্ছিল, খেলা ছেড়ে দেওয়ার এটি সঠিক সময়। যা কিছু অর্জন করেছি তা নিয়ে আমি সন্তুষ্ট। যদি চোটে না পরতাম তবে আরও কয়েকদিন খেলা চালিয়ে যেতাম। তবে তা নিয়ে আমি অনুতপ্ত নই। ’
বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে ক্যারিয়ার শুরু করা মহেশ ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ভারত-এ দলের হয়েও খেলেছেন তিনি। তবে জাতীয় দলে কখনও সুযোগ হয়নি তার।
চেন্নাইয়ে জন্ম নেওয়া এই ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলস (২০০৮-১০) এবং চেন্নাই সুপার কিংসের (২০১১-১২) হয়েও খেলেছেন।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
ইউবি