আগামী বছরের ৩ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাম্প। যেখানে ২৯ সদস্যের এই দল ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করবে।
এই অনুশীলন ক্যাম্পের দায়িত্ব থাকবেন নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:
সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহান মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মমতা হেনা হাসনাত, সুরায়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, ইশমা তানজিম, রুবায়া হায়দার ঝিলিক, আকা মল্লিক, ফারিহা ইসলাম তৃশনা, শানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমএমএস/আরএআর