ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভেট্টরির পরিবর্তে ক্যারিবীয় সিরিজে স্পিন কোচ সোহেল ইসলাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
ভেট্টরির পরিবর্তে ক্যারিবীয় সিরিজে স্পিন কোচ সোহেল ইসলাম

আসছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ড্যানিয়েল ভেট্টরির পরিবর্তে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় হাইপ্রোফাইল কোচ সোহেল ইসলাম।

নিউজিল্যান্ড কিংবদন্তি ভেট্টরি এই সিরিজে যে থাকছেন না সেটাই আগেই জানা গিয়েছিল।

যদিও বুধবার (০৬ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসবি) ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ভেট্টরি সিরিজে আগ্রহী ছিলেন। তবে নিউজিল্যান্ড সরকারের করোনা ভাইরাসের কঠোর নিয়মের কারণে তিনি আসতে পারেননি। কিন্তু আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনি দলে থাকবেন।

সোহেল বর্তমানে বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে পরিচিত স্পিন বোলিং কোচ। বয়সভিত্তিক দল থেকে তিনি তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদি হাসানের সঙ্গে কাজ করেছেন।

ক্যারিবীয়দের বিপক্ষে এবার তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। পুরো সিরিজটি ২০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গড়াবে। আর আগামী মাচে নিউজিল্যান্ড সফরে টাইগাররা তিনটি ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।