করোনা মহামারিতে বিপর্যস্ত ইংল্যান্ড। পশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্রটিতে করোনার প্রকোপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা।
হোম অব ক্রিকেট নামে খ্যাত এই স্টেডিয়ামে স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীরা টিকা নিচ্ছেন। গত শুক্রবার (৮ জানুয়ারি) লর্ডস গ্রাউন্ড কেন্দ্র থেকে প্রায় সহস্রাধিক মানুষ করোনার টিকা নিয়েছেন।
লর্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও হেলথ কেয়ার সেন্ট্রাল লন্ডনের যৌথ উদ্যোগে লর্ডসকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে শুধু লর্ডসই নয়, ইংল্যান্ডের আরও বেশ কয়েকটি ক্রীড়া ভেন্যু টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবে পরিচিত অল ইংল্যান্ড ক্লাবও আছে এই তালিকায়।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমএইচএম
A new Covid-19 Vaccination centre has been created at Lord’s in support of the vaccine rollout.
— Lord's Cricket Ground (@HomeOfCricket) January 8, 2021
The first members of the local community received their injections today in what is the largest vaccine centre in the borough.#LoveLords