ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থনে বাংলাদেশ

স্পোর্টস করেস্পন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থনে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থন করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবিয়দের সঙ্গে এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের টাইগাররা সমর্থন জানাবে, সেটা ম্যাচের আগের দিনই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে এটাই দেখা গেল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়মে ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসে এবং এক হাত তুলে বর্ণবাদ বিরোধী এই আন্দোলনে সমর্থন জানায় বাংলাদেশের ক্রিকেটাররা।

গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ মারা যান। তার মৃত্যুর পর গোটা বিশ্বেই এই বর্ণবাদ বিরোধী যে আন্দোলন শুরু হয়। ক্রীড়াঙ্গনেও এই প্রতিবাদ শুরু হয়। ‘ব্ল্যাক লাইভন ম্যাটার’ আন্দোলনে ক্রিকেটে দারুণ প্রতিবাদী হয়ে ওঠে ক্যারিবিয়ানরা। এর তাদে সঙ্গে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড সহ অন্যান্য দলও তাদের সমর্থন জানায়। এবার বাংলাদেশও এই আন্দোলনের অংশ নিলো।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।