ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে ভাবেন না সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে ভাবেন না সাকিব সাকিব আল হাসান। ছবি: শোয়েব মিথুন

নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই রাসজিক প্রত্যাবর্তন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে দাপট দেখিয়েছেন সাকিব।

৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন, আর ব্যাট হাতে করেছেন ১৯ রান। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

তবে এর আগে ঘরোয়া ক্রিকেট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেললেও তেমন ভালো করতে পারেন। কিন্তু সাকিব ঘরোয়া ক্রিকেটের এই পারফরম্যান্সটা গোনাতেই ধরেননি।

বুধবার (২০ জানুয়ারি) ম্যাচ শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন সাকিব। তবে ব্যাট হাতে ম্যাচটা শেষ না করার আক্ষেপ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু দলগত অর্জনটাকেই বড় মনে করেন তিনি।

সাকিব বলেন, ‘একটু আগেও আমি বলে এসেছি এগুলো আমার কাছে কাউন্ট করে না। এটলিস্ট আমার কাছে না। আপনারা করলে করতে পারেন। মনে হতে পারে। আমার কাছে মেটার করে না। আমার কাছে মেটার করে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করি, কিভাবে করি। সেদিক থেকে হ্যাপি। ম্যাচটা শেষ করে আসতে পারলে আরো ভালো লাগত। ’

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।