ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পদত্যাগ করলেন লঙ্কান প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, জানুয়ারি ২৮, ২০২১
পদত্যাগ করলেন লঙ্কান প্রধান নির্বাচক মালিঙ্গার সঙ্গে ডি মেল/ছবি: সংগৃহীত

দলের টানা ব্যর্থতার জেরে পদত্যাগের ঘোষণা দিলেন লঙ্কান প্রধান নির্বাচক অশান্থা ডি মেল।  

দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা।

এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও হয়েছে একই পরিণতি। এর জেরেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অশান্থা ডি মেল। যদিও সাবেক এই লঙ্কান ক্রিকেটার দাবি করেছেন, আগে থেকেই সরে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

২০১৮ সালের নভেম্বর থেকে প্রধান নির্বাচকের পাশাপাশি শ্রীলঙ্কার টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন অশান্থা। তিনি দায়িত্বে থাকাকালীন ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা।  

কিছুদিন আগে টিম ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ান ডি মেল। এবার ছাড়লেন প্রধান নির্বাচকের পদও। তার জায়গায় টিম ম্যানেজার হিসেবে এরইমধ্যে জেরেমি জয়ারত্নেকে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে প্রধান নির্বাচক হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ