ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকা ইমার্জিং নারী দল আসছে বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
দ.আফ্রিকা ইমার্জিং নারী দল আসছে বাংলাদেশে

করোনার দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।

দক্ষিণ আফ্রিকার উঠতি ক্রিকেটারদের দলটি আগামী এপ্রিলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে বাংলাদেশ ইমার্জিং নারী দলের মুখোমুখি হবে। তবে প্রোটিয়াদের এই দলে জাতীয় দলের তরুণ কয়েকজনকে দেখা যেতে পারে।

গত মার্চে সবশেষ বাংলাদেশ নারী দল মাঠে নেমেছিল। অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ইমার্জিং নারী দলের সবশেষ ম্যাচ ২০১৯ সালের অক্টোবরে, এশিয়ান ইমার্জিং কাপে।

আগামী ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল সিরিজের পাঁচটি ম্যাচ হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রতিটি ম্যাচ।

আগামী ২৮ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকার দলটি। ওই দিনই তারা যাবে সিলেটে। করানো হবে প্রথম দফার কোভিড-১৯ পরীক্ষা।

দ্বিতীয় দফার পরীক্ষা তিন দিনের কোয়ারেন্টিনের শেষ দিন হবে। এরপর থেকে অনুশীলন শুরু করতে পারবেন দলটির ক্রিকেটাররা।

চতুর্থ ওয়ানডের পরদিন তৃতীয় দফায় করানো হবে কোভিড-১৯ পরীক্ষা। সিরিজ শেষে আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ ছাড়বে তারা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।