চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা আনার পাশাপাশি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে কোহলিবাহিনী।
চেন্নাই টেস্টের চতুর্থ দিন মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের অভিষেকেই ৬০ রানে ৫ উইকেট দখলের সুবাদে বিশাল জয় তুলে নেয় স্বাগতিক ভারত। স্বাগতিকদের ছুড়ে দেওয়া ৪৮২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
চেন্নাইয়ে জয় পাওয়ায় ৩০ পয়েন্ট যুক্ত হয়েছে ভারতের পাশে। আর তাতেই ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পরের স্থানে উঠে এসেছে। আগামী জুনে লর্ডসের ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ভারতও এখন সেই দৌড়ে এগিয়ে গেল।
টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট এবং জেতার হারে ইংল্যান্ডকে পেছনে ফেলে দিয়েছে ভারত। ভারতের ৪৬০ পয়েন্টের বিপরীতে ইংল্যান্ডের অর্জন ৪৪২ পয়েন্ট। পয়েন্টের শতকরা হারে ভারতের (৬৭.৭ শতাংশ) চেয়ে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড (৬৭ শতাংশ)।
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে সিরিজের বাকি দুই ম্যাচেই জিততে হবে ইংল্যান্ডকে। আর ভারত ২-১ কিংবা ৩-১ ব্যবধানে সিরিজ জিতলেই চলবে।
আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি হবে দিবা-রাত্রির।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এমএইচএম/এমএমএস
R Ashwin's numbers in this match ?#INDvENG pic.twitter.com/IpA7IDnHDU
— ICC (@ICC) February 16, 2021