ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচ হয়ে বাংলাদেশে আসছেন জিম্বাবুয়ের তাইবু!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
কোচ হয়ে বাংলাদেশে আসছেন জিম্বাবুয়ের তাইবু! তাতেন্দা তাইবু

আন্তঃকোন্দলের কারণে দলের সেরা তারকাদের হারিয়ে যখন জিম্বাবুয়ের ক্রিকেট পড়তির দিকে, তখন এক অল্পবয়সী ক্রিকেটারকে পেয়েছিল দেশটি। ব্যাট হাতে খুবই অল্প বয়সে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন তাতেন্দা তাইবু।

জিম্বাবুয়ের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে অনেকবার হেসেছে তাইবুর ব্যাট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন তার টেস্ট ক্যারিয়ার সেরা ১৫৩ রানের ইনিংসটি। ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান এবার বাংলাদেশে আসতে পারেন কোচ হিসেবে।

বিকেএসপিতে একজন বিদেশি ক্রিকেট কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগ ছিল আগে থেকেই। আলোচনা ফলপ্রসূ হলে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাইবুর যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

খেলোয়াড় হিসেবে তাইবুর ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। ধর্মীয় কাজে মনোযোগ দিতে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলে অবসর নেন তিনি। খেলোয়াড়ি জীবনে খেলেছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেও।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।