সেট হওয়ার পরও তৃতীয় উইকেট হিসেবে সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাশ। তার ৩৬ বলে ১৯ রানের ইনিংসটি সাজানো ছিল ১ চারে।
এর আগে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলের ও নিজের রানের খাতা খুলেছিলেন তামিম ইকবাল। কিন্তু দুর্দান্ত শুরুর আশা জাগিয়ে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক।
বোল্টের করা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তামিম। টাইগার ওপেনার ১৫ বলে করেছেন ১৩ রান। তামিমের বিদায়ের পরপরই একই ওভারের চতুর্থ বলে ডেভন কনওয়ের হাতে বন্দী হয়ে বিদায় নেন সৌম্য সরকার (০)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডানেডিনে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৪.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (১০) ও মোহাম্মদ মিঠুন (০)।
বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
ইউবি