ম্যাচের মাঝে হঠাৎ হঠাৎই বৃষ্টির হানা। মাঝেমধ্যে বৃষ্টির মধ্যেই চলেছে খেলা।
বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোও কম যাননি। তিনি ম্যাচ শেষে বলেছেন, এমন খেলা কখনো দেখেননি। ডমিঙ্গোর ভাষায়, 'আমার মনে হয় না, আগে এমন কোনো ম্যাচ দেখেছি যেখানে ব্যাটিংয়ে নামার সময় ব্যাটসম্যানরা জানে না লক্ষ্য কত! এটাও জানা নেই ডাকওয়ার্থ-লুইসে লক্ষ্য কত! কারও কোনো ধারণা ছিল না, ৫ ওভারে আমাদের কত দরকার বা ৬ ওভারে। কোনো ম্যাচে এরকম দেখিনি। আমার মনে হয় না, টার্গেট না জেনে ম্যাচ শুরু করা ঠিক হয়েছে। ব্যাপারটি যথেষ্ট ভালো ছিল না। '
বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগে জানানো হয় ১৬ ওভারে করতে হবে ১৪৮। কিন্তু খেলা শুরুর পর আবার তা বন্ধ করে জানানো হয় একই ওভারে ১৭০ রান করতে হবে বাংলাদেশকে! ডমিঙ্গো আরও বলেন, 'তারা প্রিন্ট আউটের জন্য অপেক্ষা করছিল। হিসাব-নিকাশ চলছিল। কিন্তু খেলা শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছিল না, কারণ সময় চলে যাচ্ছিল। সব মিলিয়ে ব্যাপারটি হতাশার। তারা যখন অপেক্ষা করছিলই, তাহলে খেলা শুরু করার প্রয়োজন ছিল না। আমাকে তারা বলেছে যে সাধারণ ইনিংসের ২-১ বল হতে হতেই এটা বের করে ফেলতে পারে। অজুহাত দিচ্ছি না, তবে খুবই হতাশাজনক আমাদের জন্য। '
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ইউবি