বৃষ্টি বাগড়া দেওয়ায় তৃতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ৪২ ওভার। সেদিন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়েছেন উইন্ডিজের বোলাররা।
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেট হারিয়ে ২৮০ রান তোলার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ। ফলে স্বাগতিকদের মোট লিড দাঁড়ায় ৩৭৬ রানে।
ব্যাট হাতে আগের ইনিংসের শতক হাঁকানো ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট করেন ৮৫ রান। ৮৮ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। এছাড়া কাইল মেয়ার্স করেছেন ৫৫ রান।
এদিকে উইন্ডিজের ছুড়ে দেওয়া ৩৭৭ রানের জবাবে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ২৯ রান তুলে শ্রীলঙ্কা। অর্থাৎ জিততে হলে শেষ দিনে তাদের দরকার আরো ৩৪৮ রান, আর উইন্ডিজের দরকার ১০ উইকেট।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিজদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৪ রান সংগ্রহ করেছিল উইন্ডিজ। জবাবে ২৫৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছিল। আর তারও আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জয় পায় স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এমএইচএম