ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মোস্তাফিজের অনুপস্থিতি খেলায় প্রভাব ফেলবে না, দাবি মুমিনুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
সাকিব-মোস্তাফিজের অনুপস্থিতি খেলায় প্রভাব ফেলবে না, দাবি মুমিনুলের ছবি: শোয়েব মিথুন

টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মাত্র এক ম্যাচে সাকিব আল হাসানকে পেয়েছিলেন মুমিনুল হক। আবার কবে পাবেন তা নিশ্চিত নয়।

বিশ্বসেরা অলরাউন্ডার এরইমধ্যে আইপিএল খেলতে ভারতে গেছেন।  

দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজুর রহমানও গেছেন আইপিএলে খেলতে। এমন দুই ক্রিকেটারের বিকল্প খুঁজে পাওয়া সহজ কাজ নয়। কিন্তু মুমিনুলের দাবি, সাকিব-মোস্তাফিজের অনুপস্থিতি দলের খেলায় খুব একটা প্রভাব পড়বে না।

রোববার সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘সাকিব ভাই, মুস্তাফিজ না থাকলে যে ফল আসবে এমন না। ক্রিকেটার তো আরো আছে। ওনাদের তো আর দশ-বারোটা হাত না। আমার কাছে মনে হয় না এটার কোনো প্রভাব পড়ে। আমরা দল হিসেবে খেলতে পারছি না। এই কারণেই ফল আসছে না। ’

নিউজিল্যান্ড ব্যর্থ সফর শেষে দেশে ফেরা ক্রিকেটারদের জন্য লাল বলে মানিয়ে নেওয়া একটু কঠিন হবে বলে মত মুমিনুলের। তবে শ্রীলঙ্কা সফরে ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন এই বাঁহাতি, ‘আমি বলব না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। লাল বলে যারা খেলেছে তাদের জন্য ভালো। কিন্তু নিউজিল্যান্ড থেকে যারা এসেছে তাদের মানসিকভাবে মানিয়ে নিতে হবে। ব্যাটিংটা গুরুত্বপূর্ণ হবে। আমরা আশানুরূপ ব্যাটিং করতে পারিনি গত কয়েক টেস্টে। শ্রীলঙ্কায় রান করা খুব গুরুত্বপূর্ণ হবে। সেখানকার উইকেট স্পোর্টিং হবে। ’

এবার শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য ২১ সদস্যের বিশাল বহর নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। লঙ্কান ক্রিকেট বোর্ড সেখানে কোনো নেট বোলারের ব্যবস্থা না রাখায় এবার বাড়তি বোলার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন তিন নতুন পেসার। যদিও ম্যাচে এখনও সেই এক বা দুই পেসার নিয়েই খেলে বাংলাদেশ দল। এ নিয়ে সমালোচনাও কম হয় না।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে সর্বশেষ সিরিজে মাত্র একজন পেসার খেলায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কায় ভিন্ন কিছুর দেখা মিলবে কি না, এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘গত ৪-৫ সিরিজের দিকে যদি দেখেন, স্পিনারদের পাশাপাশি আমাদের পেসাররাও দারুণ ভূমিকা রেখেছে। যদি উইকেট দেখে মনে হয় ২, ৩ কিংবা ৪ জন পেসার খেলানো যাবে, তাহলে তাই হবে। আমরা সংক্ষিপ্ত পরিকল্পনা করছি না। আমার মতে আগামীতে ভালো করতে হলে, আমাদের লাইন-আপে ৬-৭ জন পেসার লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।