ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনায় মারা গেলেন বিসিবির সাবেক পরিচালক আব্দুল গফুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
করোনায় মারা গেলেন বিসিবির সাবেক পরিচালক আব্দুল গফুর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

এর আগে গত ২ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল গফুর। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। পরে তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল গফুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, আব্দুল গফুর করোনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ তিনি মারা যান। তার শ্বাসকষ্টসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।

করোনায় আক্রান্ত হয়ে রংপুর জেলায় এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।