ভারতজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে চলমান আইপিএল ২০২১। যেখানে এখন পর্যন্ত আট দলের মধ্যে চার দলেই করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন আইপিএল ২০২১ পুরো মৌসুমের জন্যই স্থগিত করা হয়েছে।
অন্যদিকে ক্রিকইনফোর বরাতে জানা যায়, আইপিএল স্থগিতের ব্যাপারটি নিশ্চিত করেছেন টুর্নামেন্ট চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ফ্র্যাঞ্চাইজিগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানা।
সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান শাহা ও দিল্লি ক্যাপিটালসের স্পিনার অমিত মিশ্রা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে চলমান আইপিএলে চতুর্থ দল হিসেবে কোভিডের আক্রমণ হলো।
এর আগে কলকাতা নাইট রাইডার্সের কয়েকজন ক্রিকেটার ও স্টাফের কোভিড পজিটিভ হয়েছিল। পরে চেন্নাই সুপার কিংসের কয়েকজন স্টাফেরও করোনায় আক্রান্তে খবর পাওয়া যায়।
ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৬৯৯। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণহানি হয়েয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮১ জন।
স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ভারতে একদিনে ৩ লাখ ৫৫ হাজার ৮৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়। একদিনে আরও ৩ হাজার ৪৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মে ০৪, ২০২১
এমএমএস