ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারও করোনা পজিটিভ সাদমান ইসলাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মে ৩০, ২০২১
আবারও করোনা পজিটিভ সাদমান ইসলাম সাদমান ইসলাম/ছবি: সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাদমান ইসলাম। এমনকি ওই সময় তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছিল।

এবার ঢাকা প্রিমিয়ার লিগের আগে ফের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন বাঁহাতি এই ওপেনার।

এবারের লিগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাদমান। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় তার খেলা নিয়েই সংশয় দেখা দিয়েছে। যদিও সংশ্লিষ্টরা ধারণা করছেন, এটা 'ফলস পজিটিভ'। যে কারণে তার আবার করোনা পরীক্ষা হতে পারে। নিশ্চিত হতে আজ রোববার আবার তার নমুনা দেওয়ার কথা।

এদিকে গত শুক্রবার করোনা পজিটিভ হয়েছিলেন ইমরুল কায়েস ও তুষার ইমরান। গতকাল শনিবার আবারও তাদের করোনা পরীক্ষা হয়। এবারেও দুজনের পজিটিভ এসেছে। যে কারণে এই দুজনকে আইসোলেশনে থাকতে হবে।  

বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেছেন, 'যেহেতু তাদের দুবার পজিটিভ এসেছে। তাই কমপক্ষে ৭ থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। '

আগামীকাল ৩১ মে থেকে করোনা আক্রান্তদের বাদ রেখেই শুরু হবে ডিপিএলের খেলা।  টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ডিপিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।