ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাকি আইপিএলে খেলা হচ্ছে না সাকিব-মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুন ১, ২০২১
বাকি আইপিএলে খেলা হচ্ছে না সাকিব-মোস্তাফিজের

করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু দ্বিতীয় পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।

সোমবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের ব্যস্ততার কথা চিন্তা করে সাকিব-মোস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যন্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এজন্য বাকি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে মোস্তাফিজের খেলার এনওসি দিচ্ছে না বিসিবি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে (আইপিএলে খেলার) ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। কারণ চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক আন্তর্জাতিক সিরিজ আছে। বিশ্বকাপের আগে এসব সিরিজে আমরা সেরা দল নামাতে চাই। কারণ সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। ’

করোনার মহামারির জন্য গত ৪ মে আইপিএল স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর মাসখানেকের বিরতি দিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাকি অংশ। পর্দা নামার কথা রয়েছে ১০ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ০১, ২০২১
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।