দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তান সফর করবে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল। আর প্রথমবারের মতো যাচ্ছে ইংলিশ নারী ক্রিকেট দল।
আজ (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমে ৯ অক্টোবর পাকিস্তানের মাটিতে পা রাখবে ইংলিশরা। ১৩ অক্টোবর প্রথম টি-২০ এবং ১৪ অক্টোবর দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড পুরুষ দল। একই দিনে মাঠে নামবে দুই দেশের নারী দলও। টি-২০ সিরিজ শেষে ১৫ অক্টোবর পাকিস্তান ছাড়বে ইংল্যান্ড পুরুষ দল।
আগামী ১৭, ১৯ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে পাকিস্তান নারী দল এবং ইংল্যান্ড নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ ব্যাপারে পিসিবির সিইও ওয়াসিম খান বলেন, ‘২০০৫ সালের পর আমরা ইংল্যান্ডের পুরুষ দলকে এবং প্রথমবারের মতো পাকিস্তান সফর করতে যাওয়া ইংল্যান্ডের প্রমীলা দলকে স্বাগত জানাতে পারে আনন্দিত। ’
একনজরে ইংলিশদের পাকিস্তান সফরসূচী -
১৩ অক্টোবর: প্রথম টি-২০, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল এবং পাকিস্তান পুরুষ দল বনাম ইংল্যান্ড পুরুষ দল।
১৪ অক্টোবর: দ্বিতীয় টি-২০, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল এবং পাকিস্তান পুরুষ দল বনাম ইংল্যান্ড পুরুষ দল।
১৭ অক্টোবর: প্রথম ওয়ানডে, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।
১৯ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।
২১ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, পাকিস্তান নারী দল বনাম ইংল্যান্ড নারী দল।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এমএইচএম