নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।
বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে ১০ ম্যাচ খেলে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশও বেশ ভালো ফর্মে আছে। জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে মাহমুদউল্লাহবাহিনী।
নিউজিল্যান্ড দল এবার তাদের সেরা তারকাদের রেখেই বাংলাদেশ সফরে এসেছে। মূলত কিউইদের বিশ্বকাপ দলের ক্রিকেটাররা আইপিএলে অংশ নেওয়ায় দ্বিতীয় সারির দল পাঠিয়েছে তারা। তবে যে দলটি এসেছে তারাও টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ অভিজ্ঞ।
সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে খেলাতে পারেনি বাংলাদেশ। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসও। দুজনই আজ একাদশে ঢুকেছেন। একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যর্থ হওয়া সৌম্য সরকারের।
অজিদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলা মোসাদ্দেক হোসেন সৈকতেরও জায়গা হয়নি আজকের একাদশে। দুর্দান্ত ফর্মে থাকা পেসার শরিফুল ইসলামকেও রাখা হয়নি একাদশে।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের একাদশ: রাচিন রবিন্দ্র, টম বান্ডেল, উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনের, জ্যাকব ডাফি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএইচএম