ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৯ রানেই ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
৯ রানেই ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের

শুরুতে ব্যাটিং করতে নেমে টাইগারদের বোলিং তোপে মাত্র ৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।  

বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন মেহেদি হাসান। প্রথম ওভারেই ওভারেই কিউইদের জার্সিতে অভিষিক্ত ওপেনার রাচিন রবিন্দকে ফিরিয়েছেন তিনি। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। সাকিবের পর এক ওভারেই কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।

সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে খেলাতে পারেনি বাংলাদেশ। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসও। দুজনই আজ একাদশে ঢুকেছেন। একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যর্থ হওয়া সৌম্য সরকারের।

অজিদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলা মোসাদ্দেক হোসেন সৈকতেরও জায়গা হয়নি আজকের একাদশে। দুর্দান্ত ফর্মে থাকা পেসার শরিফুল ইসলামকেও রাখা হয়নি একাদশে।

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।  

নিউজিল্যান্ডের একাদশ: রাচিন রবিন্দ্র, টম বান্ডেল, উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনের, জ্যাকব ডাফি।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।