সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে রান তুলতে বেশ ঘাম ঝরাতে হচ্ছে বাংলাদেশকে। যদিও প্রতিক্ষকে ছোট সংগ্রহেও হার মানিয়ে দিচ্ছে টাইগাররা।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে। যা গত ৬ ম্যাচ পর এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬১ রানের লক্ষ্যে অনায়াসেই জিতে যায় বাংলাদেশ। এছাড়া অজি সিরিজে বাংলাদেশের স্কোরগুলো ছিল যথাক্রমে ১৩১ (জয়), ১২৩ (জয়), ১২৭ (জয়), ১০৪ (হার)ও ১২২ (জয়)।
এর আগে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষটিতে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমএমএস