নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পথে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক টপকে গেছেন তামিম ইকবালকে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান তোলে টাইগাররা। অধিনায়ক রিয়াদ ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে তামিমকে টপকে গেছেন তিনি।
তামিমের চেয়ে ঠিক ১ রান বেশি নিয়ে ম্যাচ শেষ করেন মাহমুদউল্লাহ। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ১৭০২ রান তার। অন্যদিকে, ৭৪ ম্যাচে তামিমের সংগ্রহ ১৭০১ রান। এই তালিকায় শীর্ষে থাকা সাকিবের সংগ্রহ ৮৬ ম্যাচের ৮৫ ইনিংসে সংগ্রহ ১৭৫৫ রান।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এমএইচএম